| দুপুর ১২:২৭ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়িয়ায় কৃষক হাকিম হত্যা মামলায় ১ সহোদরের মৃত্যুদণ্ড অপর জনের যাবজ্জীবন

শাহ আলম উজ্জ্বল, ১৮ মে ২০১৫, সোমবার:
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক আজ সোমবার ফুলবাড়িয়ার চাঞ্চল্যকর আব্দুল হাকিম হত্যা মামলার রায়ে ১ সহোদরের মৃত্যুদন্ড এবং অপর সহোদরের যাবজ্জীন কারাদন্ডের আদেশ দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির আজ সোমবার বিকেলে এ রায় ঘোষণা করেন। রায়ে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী গ্রামের আইয়ুব আলীর পুত্র আজিজুল হক ওরফে আইজুল (৫৬) কে মৃত্যুদন্ড ও তার ছোট ভাই দুলাল (৫০)কে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে ২০০৫ সালের ১৪ মে সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধে কৃষক আব্দুল হাকিমকে একই গ্রামের তার আপন খালাত ভাই আজিজুল হক ওরফে আইজুল ও দুলাল উদ্দিন (দন্ডপ্রপ্তরা) কুপিয়ে হত্যা করে,এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে দন্ডপ্রাপ্তদের নামে ফুলবাড়িয় থানায় একটি হত্যা মামলা -১০(৫)২০০৫ দায়ের করে।  পরে মামলার তদন-কারী কর্মকর্তা ফুলবাড়িয়ায় থানার তৎকালীন ওসি আইনুল হক ও উপপরিদর্শক রকিবুল হোসেন দন্ডপ্রাপ্ত সহোদর আজিজুল হক ওরফে আইজুল এবং দুলালের নামে আদালতে চূড়ান- প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ ১০ বছর পর সাক্ষ্য-প্রমান শেষে আজ সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা বর্তমানে জেল হাজতে রয়েছে। রায়ে নিহতের পরিবার সনে-াষ প্রকাশ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫