| সকাল ৯:৪২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টাইগারদের দল ঘোষণা

অনলাইন ডেস্ক, ১৮ মে ২০১৫, সোমবার:

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে।

নির্বাচিত ২৩ ক্রিকেটারকে আগামি ২০ মে সকাল ১০টা ১৫মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

৭ জুন আসলেও টিম ইন্ডিয়া ২৬ জুন বাংলাদেশ ত্যাগ করবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে লড়বে ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট ম্যাচের মধ্যদিয়ে তারা সফর শুরু করবে। টেস্ট ম্যাচটি শুরু হবে ১০ জুন আর তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ জুন।

২৩ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, সফিউল ইসলাম ও রনি তালুকদার।

সর্বশেষ আপডেটঃ ৪:২৬ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫