| সকাল ৮:৫৫ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জুনিয়র্সের জরিমানা…

অনলাইন ডেস্ক,১৭ মে ২০১৫, রবিবার:

দর্শকদের বৈরি আচরণের খেসারত গুণতে হচ্ছে বোকা জুনিয়র্সকে। বৃহস্পতিবার খেলা চলাকালে দলটির কিছু সমর্থক রিভার প্লেটের খেলোয়াড়দের লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করায় বোকা জুনিয়র্সকে ২০০,০০০ ডলার জরিমানা করা হয়েছে । এছাড়া আর্জেন্টাইন এ ক্লাবকে চলমান কোপা লিবারতাদোরেস-এ বাকি চারটি ঘরোয়া খেলায় নামতে হবে দর্শকবিহীন মাঠে। সেদিন পেপার স্প্রে ব্যবহারের ফলে রিভার প্লেটের চারজন খেলোয়াড়কে হাসপাতালে নিতে হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫১ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫