| রাত ৩:১০ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নেতাকমীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ঃ সড়ক অবরোধ

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ  ১৭ এপ্রিল, রোববার,

আওয়ামীলীগ নেতা মরহুম আবুল মুনসুর ভ’ইয়ার হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দলীয় প্রায় দুই শতাধিক নেতা কর্মীর নামে ৬ টি মিথ্যা ও সাজানো মামলা দায়ের ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবুল মুনসুর কে গ্রেফতারের প্রতিবাদে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার ( ১৭ মে) দুপুরে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভ’ইয়ার সভাপতিত্বে অনষ্ঠিত সমাবেশে ব্‌ক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ সালাম, শাহাব উদ্দিন ভুইয়া, আমিনুল ইসলাম শাহান যুগ্ন সম্পাদক, আচারগাঁও ইউপিঃ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, সাংগঠনিক সম্পাদক নান্দাইল পৌরসভার সাবেক মেয়র মোঃ আবদুস ছাত্তার ভুইয়া উজ্জল, নাজিমুলস্নাহ লিটন, আওয়ামীলীগ নেতা, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সরকার শফিক প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম ভুইয়া ঘোষনা দেন, আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরম্নদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা আবুল মুনসুরের নিঃশর্ত্ত মুক্তি না দিলে লাগাতার হরতাল অবরোধের মত কঠিন কর্মসূচীর মাধ্যমে নান্দাইলকে অচল করে দিয়ে দাবী আদায় করা হবে। বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কারো মিথ্যা মামলার আসামীদের হয়রানী করার চেষ্ঠা করবেন না। তার পরিনতি খুব ভাল হবে না। বক্তরা পুলিশকে উদ্দেশ্যে আরো বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী জনগনের করের টাকায় আপনারদের বেতন হয়।তাই জনরোষের বিপক্ষে অবস্থান নিবেন না। সমাবেশ চলাকালীন সময়ে প্রায় ১ ঘন্টা ময়মনসিংহ –কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।#

সর্বশেষ আপডেটঃ ৫:৩৪ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫