| বিকাল ৫:২৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইলে বিজিবি সদস্যের খুন

ভাতিজার হাতে চাচা মো. হাফিজুর রহমান (৪৬) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য খুন হয়েছেন।

শনিবার (১৬ মে) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে এ ঘটনা ঘটে। হাফিজুর কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রূপেরবয়ড়া গ্রামে।

ঘটনা প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আবুল হাসনাত  জানান, বিজিবি সদস্য হাফিজুর রহমান তার চাচাতো ভাই আব্দুর রহমান সুজার কাছ থেকে একটি ধানি জমি বন্ধক নেন।

তিনি জানান, জমিটি নেওয়ার পর আব্দুর রহমানের কাছেই আবার বর্গা দেন। গত ১৫ মে হাফিজুর সাময়িক ছুটি নিয়ে বাড়ি আসেন। তিনি আসার আগেই ওই জমির ধান কেটে তা মাড়াই করেন চাচাতো ভাই আব্দুর রহমান। হাফিজুর শনিবার বিকেলে ধানের ভাগ চাইতে গেলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে মামুন (২৫) পেছন থেকে হাফিজুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৭ পূর্বাহ্ণ | মে ১৭, ২০১৫