| রাত ১০:৪৩ - মঙ্গলবার - ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ব্যাংকের মধ্যে প্রহরী খুন, গ্রেপ্তার ৪

 অনলাইন ডেস্ক,, ১৬ মে ২০১৫, শনিবার,

চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখার ভেতরে এক প্রহরীকে গলাকেটে হত্যায় জড়িত অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল জানান, ঘটনার পর থেকে শুক্রবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে বন্দরনগরী এবং কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা খুনের ঘটনা স্বীকার করেছেন বলে জানান পুলিশ কমিশনার। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর, মো. মাহবুবুল, গিয়াস উদ্দিন ও মাজহারুল ইসলাম আরিফ। গত ৭ই মে গভীর রাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা করতে গিয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৬ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫