| সন্ধ্যা ৭:৪৯ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেপালে নিখোঁজ মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত

অন লাইন ডেস্ক , ১৬ মে ২০১৫, শনিবার:

নেপালে দ্বিতীয় দফায় রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর মার্কিন নৌবাহিনীর যে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল, তার ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। নেপালের সেনাবাহিনী আজ প্রকাশিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে বলেছে, হেলিকপ্টারটিতে মার্কিন নৌবাহিনীর ৬ ও নেপালের সেনাবাহিনীর ২ সদস্য ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন। এখনও মৃতদেহ শনাক্তের কাজ চলছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওই প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। নেপাল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা এখন দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে। গতকাল নেপালের সেনাবাহিনী একটি হেলিকপ্টার প্রথম ধ্বংসাবশেষটি শনাক্ত করে। এরপর মার্কিন নৌবাহিনীর একটি পৃথক টিমও নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। যুক্তরাষ্ট্র ও নেপালের কয়েকটি বিমান ও হেলিকপ্টার ধ্বংসাবশেষ শনাক্তে অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি স্যাটেলাইট বা উপগ্রহও যোগ দেয় ব্যাপক উদ্ধার অভিযানে। গত মঙ্গলবার ভূমিকম্প বিপর্যস্ত নেপালের দুর্গত অঞ্চলে ত্রাণ সরবরাহের সময় নিখোঁজ হয় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারটি।

সর্বশেষ আপডেটঃ ৪:১০ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫