| ভোর ৫:৩২ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ নান্দাইলে মিথ্যা মামলায় দলীয় নেতৃবৃন্দকে হয়রানীর অভিযোগ

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইঁয়া শুক্রবার (১৫ মে) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নান্দাইল থানা পুলিশ বর্তমান সংসদ সদস্যের নির্দেশে ৫টি মিথ্যা ও সাজানো মামলায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে হয়রানী ও গ্রেফতার করে যাচ্ছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল মনসুরকে নান্দাইল থানা পুলিশ গ্রেফতার করে সারাদিন থানায় আটকে রেখে গভীর রাতে ময়মনসিংহে চালান করে দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইঁয়া অভিযোগ করেন তার ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভূইঁয়া হত্যা মামলার এফআইআর ভূক্ত ৪ আসামী এখনও কোর্টে হাজির না হয়ে বর্তমানে উপজেলা সদরে অবস্থান করলেও থানা পুলিশ অজ্ঞাত কারনে তাদেরকে গ্রেফতার করছে না। অথচ হত্যা মামলা দায়ের করার পর স্থানীয় এমপির নির্দেশে দায়েরকৃত মিথ্যা মামলায় আওয়ামী লীগ দলীয় নেতৃবৃৃন্দকে গ্রেফতার ও হয়রানী করে যাচ্ছে। নান্দাইল থানা পুলিশ জনগণকে নিরাপত্তা না দিয়ে বর্তমান এমপির নিরাপত্তা নিয়ে ব্যসত্ম আছেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভূইঁয়া বলেন, অবিলম্বে তাদের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার অথবা ফাইনাল রিপোর্ট প্রদানে ব্যর্থ হলে এবং দলীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলে নান্দাইল থানা ভবন ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে এবং এর দায়দায়িত্ব নান্দাইল থানা পুলিশ প্রশাসনকে বহন করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপসি’ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ সালাম, শাহাবউদ্দিন ভূইঁয়া, মোঃ আমিনুল ইসলাম শাহান, আচারগাও ইউপিঃ চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু, সাবেক ভাইস চেয়াম্যান মোঃ শফিকুল ইসলাম সরকার, সাবেক মেয়র আব্দুস ছাত্তার ভ’ইয়া উজ্জল, মোঃ নজিবুলস্নাহ লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের পরপর উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং হয়রানী বন্ধের দাবীতে এক বিড়্গোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিন করে ।

সর্বশেষ আপডেটঃ ৯:০০ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫