ধোবাউড়ায় স্বেচ্চাশ্রমে রাস্তা সংস্কার

ধোবাউড়া প্রতিনিধিঃ ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট বাজার হতে কাজী অফিস পর্যন্ত ২০০ গজ রাস্তার বেহাল অবস্থা । অল্প বৃষ্টিতে হাটু পর্যন্ত পানি জমে যায়। ফলে লোকজনের চলাচলের চরম ভুগান্তির সৃষ্টি হয় । কিন্তু স্থানীয় নেতৃবৃন্দের এমনকি চেয়ারম্যানের নজরে আসেনি। অবশেষে স্থানীয় লোকজনদের নিয়ে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন মন্জুরুল হক রুবেল এর নেতৃত্বে স্থানীয় জনগণ। রুবেল ছাড়াও আশিকুজ্জামান সুজন, মোখলেছুর রহমান, মাধব মিয়া, শহিদুজ্জামান সেলিম, আবুল কালাম মুন্সি, ফরিদ মিয়া, সাইফুল ইসলাম, লোকমান হোসেন, রুহুল আমীন, কাজী মজিবর ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ স্বেচ্চাশ্রমে অংশ নেয়। স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলে ২০০০ হাজার পরিবার উপকৃত হবে এমনটাই দাবি জানান এলাকাবাসী।