| সকাল ১০:৪৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান বাড়ীতে দুঃসাহসিক চুরি

 

আব্দুস ছাত্তার, ফুলবাড়ীয়া ব্যুরো : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৯নং এনায়েতপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদার এর বাড়ীতে বারান্দার গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। এসময় নগদ প্রায় আড়াই লাখ টাকা, ১০ভরি স্বর্ণ, ৭ ভরি রূপা, স্যামসাং মোবাইল চোরোরা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কবির হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত অনুমান ৩ঘটিকায় বসত ঘরের জানালার গ্রিল কেটে আলমিরার তালা ভেঙ্গে নগদ ২লাখ ৪০হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা ২টি, কানের দুল ৪টি, হাতের বেজ ১টি, নাকের ফুল ২টি, আংটি ৩২টি, রূপার মালা ৩টি, মোটর বাইকের চাবির ছড়া১টি, স্যামসাং গ্যালাক্সি সেট ১টি, সিম কার্ড ২টি চোরেরা চুরি করে নিয়ে যায়।  থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, অভিযোগটি তদনত্ম করে দেখে মামলা হতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৭ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫