| রাত ১২:১১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘তামাশা’ নিয়ে ব্যস্ত রণবীর-দীপিকার

অন লাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার:

রণবীর-দীপিকার সম্পর্ক ভেঙে গেছে অনেক আগেই, কিন্তু তারপরও তারা একাধিকবার পর্দায় জুটি বেঁধেছেন। সম্প্রতি রণবীর-দীপিকা ব্যস্ত ছিলেন ‘তামাশা’ ছবির কাজ নিয়ে। আর তখন সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু করে নতুন জল্পনা-কল্পনা। কিন্তু সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তার সঙ্গে রণবীরের এক বিশেষ সমীকরণ আছে। যা ভাষায় বা কয়েকটা শব্দে বিশ্লেষণ করা সম্ভব নয়। আর সেই বিশেষ সম্পর্ক রণবীরের মধ্যে ছিল, আছে এবং থাকবে।তাদের মধ্যে সম্পর্ক ভাঙনের এক বছরের মধ্যে ২০১৩ সালে অয়ন মুখার্জী পরিচালিত ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আবারো কাজ শুরু করেন। ছবিটি  মুক্তির পর সংবাদমাধ্যম যখন দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে নানা কথা বলা শুরু করে, তখন দর্শক কিন্তু তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রির প্রশংসায় পঞ্চমুখ। দুজনকে ফের আবার একসঙ্গে দেখা যাবে ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবিতে।  ২৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, তাদের সম্পর্কে কথা কখনও বন্ধ হবে না, কিন্তু তারা একে অপরের সঙ্গে যে বিশেষ বন্ধুত্ব, তারই প্রতিচ্ছবি দেখা যায় তাদের দুজনের অভিনীত প্রতিটি ছবিতে। আর সে জন্যই তাদের অভিনীত প্রতিটি ছবিই ‘সুপারহিট’।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৫ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫