| দুপুর ১২:২২ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

পল্লবীতে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার

 রাজধানীর পল্লবী থানার উত্তর কালশী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চঞ্চল (২০) নামে কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন, রাজীব(২৭), শাহীন উদ্দিন (৩০) ও মোহাম্মদ আলী (৩২)।  বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তর কালশীর গুড়িরটেক এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় চঞ্চল, রাজীব, শাহীন ও মোহাম্মদ আলী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।   বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
নিহত চঞ্চল উত্তর কালশীর হারেস মিয়ার ছেলে। তিনি মিরপুরের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

সর্বশেষ আপডেটঃ ২:৩৩ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫