| দুপুর ১২:১৪ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

মা-মেয়ের আত্মহত্যা

 

অনলাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার,

দিনাজপুরে শাশুড়ির সঙ্গে ঝগড়ার জের ধরে শিশুকন্যাকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। আজ সকালে শহরের হঠাৎপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম কোহিনূর (২৭) ও তার মেয়ে তিসা (৭)। কোহিনুরের স্বামী হারুন-অর-রশিদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই দুজনের মৃত্যু হয়।
কোহিনূরের বড় মেয়ে স্কুলছাত্রী রিফা সাংবাদিকদের জানান, প্রায়ই তার মায়ের সঙ্গে তার দাদীর ঝগড়া হত। বুধবার রাতেও ঝগড়া হলে কোহিনূর আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। মা সকালে আমাকে জোর করে কোচিংয়ে পাঠান। সকাল ১০টায় কোচিং থেকে ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে লোকজন এসে দরজা ভেঙে দুজনকে ভেতরে পড়ে থাকতে দেখে। ঘরে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা হয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। কোহিনূর মৃত্যুর পর বাবার কবরের পাশে তাকে দাফন করার কথাও লিখে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ২:২৬ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫