| সকাল ৭:০৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতে মুক্তি পাচ্ছে ‘জীবনঢুলী’

অন লাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার:

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে ভারতে মুক্তি পাচ্ছে। ভারতের চলচ্চিত্র পরিবেশনা সংস্থা অরোরা ফিল্মস্, যে সংস্থাটি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সহ অনেক বিখ্যাত ছবির পরিবেশক, তারা ‘জীবনঢুলী’ ছবিটি ভারতে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ছবিটি ভারতে মুক্তি দিতে ভারতীয় সেন্সর  বোর্ডের আলাদা সনদের প্রয়োজন পড়বে। বিষয়টি চূড়ান্ত করার জন্য ‘জীবনঢুলী’ ছবির পরিচালক তানভীর মোকাম্মেল এ মাসের শেষে কলকাতা যাচ্ছেন। ‘জীবনঢুলী’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের  প্রেক্ষিতে নির্মিত এবং বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ছবিটির চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান। শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ, সংগীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু,  পোষাকের দায়িত্বে চিত্রলেখা গুহ এবং রূপসজ্জায় দীপক শূর। প্রধান সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, সৈয়দ সাবাব আলী আরজু ও রানা মাসুদ। এছাড়াও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের তিরিশ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছবিটির নানা বিভাগে কাজ করেছেন। ‘জীবনঢুলী’র কেন্দ্র্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, উত্তম গুহ, রিমু খন্দকার, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, জামিলুর রহমান শাখা, গ্রুপ থিয়েটারের কিছু অভিনেতা-অভিনেত্রী ও  গ্রামীণ কিছু ঢাকী।

সর্বশেষ আপডেটঃ ১:১২ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫