| রাত ৯:৩০ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৬৮তম কান উৎসবের উদ্বোধন আজ

অন লাইন ডেস্ক, ১৩ মে ২০১৫, বুধবার:

জমকালো আয়োজনে আজ রাতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসব ২০১৫। এটি কানের ৬৮তম আসর। ১২ দিনব্যাপী বিশ্বের নামীদামি তারকাদের অংশগ্রহণে মুখরিত হতে যাচ্ছে এ উৎসব প্রাঙ্গণ। এবারের আয়োজনটি শুরু হচ্ছে ইমেনুয়েল বারকট পরিচালিত ‘স্ট্যান্ডিং হল’ ছবিটি প্রদর্শনের মধ্যে দিয়ে। প্রথম দিন একটি ছবিই প্রদর্শিত হবে। এই প্রতিযোগিতার প্রেসিডেন্ট জোয়েল ও এথান কুয়েন ঘোষণা করবেন এবারের কান উৎসবটি। আর হোস্টিং করবেন অভিনেতা ল্যামবার্ট উইলসন। ৬৮তম এ কান উৎসবে প্রদর্শিত হবে মোট ৮৭টি ছবি। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে ১৯টি, আনসারটেইন রিগার্ড বিভাগে ২০টি, আউট অব কম্পিটিশন বিভাগে ৬টি, মিডনাইট বিভাগে ৩টি, সিনেফাউন্ডেশন বিভাগে ১৮টি, শর্ট ফিল্ম বিভাগে ৯টি, স্পেশাল স্ক্রিনিং বিভাগে ৭টি এবং ক্লাসিক্যাল বিভাগে ৫টি ছবি প্রদর্শিত হবে। কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে মার্কিন নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক জোয়েল ও এথান কোয়েনের নেতৃত্বে বিচারক হিসেবে স্বর্ণ পাম জয়ী ছবি নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ৯ জন। এরা হালেন- ফরাসি অভিনেত্রী সোফি মার্সো, ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার, স্প্যানিশ অভিনেত্রী রসি ডি পালমা, মার্কিন অভিনেতা জ্যাক গিলেনহাল, মেক্সিকান নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক গুইলারমো দেল তোরো, কানাডিয়ান নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা হাভিয়ার দোলান এবং মালির সুরকার, গায়ক ও গীতিকার রকিয়া ট্রাওর। হলিউডের সিনিয়র ও চলতি প্রজন্মের বেশিরভাগ তারকা এবারের আয়োজনে অংশ নেবেন বলে কান কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়া গত কয়েকবারের মতো এবারও কান উৎসবে থাকছে বলিউডের আধিপত্য। ভারতীয় একটি বুথও থাকছে কান উৎসবে। বলিউড তারকাদের মধ্যে এবার কানের লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, কাটরিনা কাইফ, রণবীর কাপুর প্রমুখ। রণবীর অভিনীত নতুন ছবি ‘বোম্বে বেলভেট’ এখানে প্রদর্শিত হবে। এখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। খিজির হায়াত পরিচালিত ‘আই ফর অ্যান আই’ নামের এ ছবিটি শর্টফিল্ম কর্নারে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন তিনি। গতবার কান উৎসবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তবে এবারের উৎসবে তিনি যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। এর বাইরে বাংলাদেশ থেকে এরই মধ্যে কান উৎসবে যোগ দিতে গেছেন পরিচালক স্বপন আহমেদ।

সর্বশেষ আপডেটঃ ৪:৫০ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫