| দুপুর ১২:৪১ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নিকলীতে সাংবাদিককে হাত-পা কর্তনসহ প্রাণনাশের হুমকি

 

খাইরুল মোমেন স্বপন , নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নিকলীতে কর্মরত অন লাইন ভিত্তিক দৈনিক তোলপাড়-২৪ ডট কম নামের একটি পত্রিকার প্রতিনিধি শেখ উবাইদুল হক সম্রাটকে মোবাইল ফোনে হাত-পা কর্তনসহ প্রাণনাশের হুমকি দিয়েছে এক দূর্বৃত্ত। গত রবিবার বিকাল ৪টা ৪১ মিনিটে এ হুমকি দেয়া হয়।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে ই-মেইল করতে একটি কম্পিউটারের দোকানে যাওয়ার পথে ০১৭১৫৪৯৩১৩৮ নামের একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শেখ উবাইদুর হক সম্রাটের ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোনে সংবাদ পরিবেশন করলে হাত-পা কর্তন সহ প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করে এক দুর্বৃত্ত। সাথে সাথে ঐ প্রতিনিধি তার মোবাইল ফোনে তা রেকর্ড করে রাখে। পরবর্তীতে অনুসন্ধান করে হুমকিদাতার মোবাইলটি নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভার হারুন অর রশিদের বলে জানা যায়। যা হাসপাতালের জরুরী বিভাগের নোটিশ বোর্ডে দেয়া রয়েছে। এ ব্যাপারে আজ নিকলী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৩১৪।

সর্বশেষ আপডেটঃ ৪:৪১ অপরাহ্ণ | মে ১২, ২০১৫