| সকাল ৬:৫৩ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভূমিকম্পে নেপালে নিহত ৫, আহত ৩০০

অন লাইন ডেস্ক, ১২ মে ২০১৫, মঙ্গলবার:

আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। এঘটনায় দেশটিতে অন্তত ৫ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। এতে নেপালে বেশ কয়েকট ভবন ধসেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে চারবার দফা পরাঘাতের (আফটার শক) অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১।
এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনই চৌতারা এলাকায় নিহত হয়েছেন। অপর একজন সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়া মঙ্গলবারের (১২ মে) ভূমিকম্পে নেপালে তিনশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৮ অপরাহ্ণ | মে ১২, ২০১৫