| বিকাল ৫:০৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় সরকারি হালট দখল করে বাড়ির বাউন্ডারী নির্মাণ

মুক্তাগাছা  প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়ের বেচুখালি বাজার হইতে ক্ষুদ্রকাকিনাটি হযে পদুর বাড়ি বাজার গামী রাসত্মার কালাঘোগা মৌজার জনৈক গোলাম মোসত্মফা (ইন্দিরা) সরকারি হালট(রাসত্মা) দখল করে বাড়ির বাউন্ডারি তৈরী করেছে। এতে করে জনগনের চলাচলসহ রিক্সা,ভ্যান গাড়ী নিয়ে মানুষ চলাচলের ব্যাঘাত ঘঠছে । গোলাম মোসত্মাফা একজন সরকারি চাকুরি জীবি হওয়ায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন হুমকি দিচ্ছে।
এমতাবসত্মায় এলাকা বাসি কোন উপায় না পেযে বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫০ অপরাহ্ণ | মে ১১, ২০১৫