| রাত ৯:০২ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্র ইউনিয়নের ধর্মঘটে সমর্থন ছাত্রদলের

অন লাইন ডেস্ক,  ১১ মে ২০১৫, সোমবার,

যৌন নিপীড়নকারীদের গ্রেপ্তারের দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাওকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন মঙ্গলবার সারা দেশে যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তাতে সমর্থন জানিয়েছে ছাত্রদল। গণমাধ্যমে  পাঠানো ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সমর্থনের কথা জানান। বিবৃতিতে তারা বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি অকুণ্ঠচিত্তে সমর্থন ব্যক্ত করেছে। এছাড়াও স্বৈরাচারের কবল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা বলেন, গতকাল ছাত্র ইউনিয়ন যৌক্তিক দাবির প্রেক্ষিতে ডিএমপি অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের ওপর যে তা-ব ও নির্বিচারে লাঠিচার্জ করে তা ছাত্র সমাজকে বিস্মৃত করেছে। পুলিশের এহন ঘৃণ্য আচরণের প্রতিবাদে মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ডাকা যৌক্তিক ছাত্র ধর্মঘটের ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী বোনদের যৌন হয়রানির প্রতিবাদে ছাত্রদল সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫১ অপরাহ্ণ | মে ১১, ২০১৫