| বিকাল ৪:৫০ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভুল সংশোধন করে পুনরায় রাজ্যসভায় সীমান্ত বিল পাস

অন লাইন ডেস্ক | ১১ মে ২০১৫, সোমবার,

ভুল শুধরে দ্বিতীয়বারের মতো রাজ্যসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়েছে। গত সপ্তাহে বিলটিতে অনুমোদন দেয় ভারতের সংসদের উভয় কক্ষ। কিন্তু বিলটি কততম সে সংখ্যা ভুল হওয়ার কারণে তা আবারও অনুমোদনের প্রয়োজন পড়ে। বাংলদেশ-ভারত স্থল-সীমান্ত বিষয়ক প্রস্তাবিত বিলটি ছিল ১১৯ তম সংবিধান সংশোধনী বিল ২০১৩। বিলটি পাস হওয়ার পর হওয়ার কথা ছিল ১০০ তম সংবিধান সংশোধনী বিল ২০১৫ হিসেবে। প্রথমবার বিলটি পাস হওয়ার পর খসড়ার শিরোনামে সংখ্যাটি সঠিক থাকলে বিলের শিডিউলে কয়েকটি স্থানে তা ভূল ছিল। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, রাজ্যসভায় আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পূণরায় পাসের জন্য উত্থাপন করেন। পনেরো মিনিটের মধ্যেই বিলটি পাস হয়। এ সময় বিরোধী দলের নেতা নবি আজাদ বলেন, এ ত্রুটি সংসদের জন্য লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর সেটা আরও বেশি হয়েছে কারণ বিলটি একটি আন্তর্জাতিক চুক্তি। বিলের খসড়া প্রণয়নে নিয়োজিত কর্মকর্তাদের এ ধরণের ত্রুটি বিচ্যুতি এড়াতে প্রতিটি লাইন পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি। সিপিআইএম-এর সিতারাম ইয়েচুরি বলেন, এটা সরকারের জন্য একটা সতর্ক বার্তা হওয়া উচিত।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | মে ১১, ২০১৫