| বিকাল ৪:১৯ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মঙ্গলবার সারাদেশে ছাত্র ধর্মঘট

স্টাফ রিপোর্টার | ১০ মে ২০১৫, রবিবার,

বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেপ্তার দাবিতে ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও আটকের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় সংগঠনটি। সভাপতি হাসান তারেক বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ বর্বরোচিত হামলা করেছে। এই হামলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের নিপীড়কদের পক্ষ নেয়ার বিষয়টি আরও পরিস্কারভাবে ফুটে উঠেছে। আগামীকাল বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন হাসান তারেক। যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে বাম ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ৩৫জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। পুলিশের সঙ্গে হাঙ্গামার পর সংগঠনের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ৭:১০ অপরাহ্ণ | মে ১১, ২০১৫