ফুলপুরে বিষপানে শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া গ্রামে রোববার বিষপানে তাওহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সবার আগোচরে মোঃ হোসেন আলীর পুত্র তাওহিদ ঘরে রাখা বিষ পান করে অসুস’্য হয়। পরে তাকে ফুলপুর হাসপাতালে আনার পথে মারা যায়।