| সন্ধ্যা ৭:৫৪ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দ্বিতীয়বারের মতো মাদ্রিদ শিরোপা কেভিতোভার

অনলাইন ডেস্ক |১০ মে ২০১৫, রবিবার:

দ্বিতীয়বারের মতো মাদ্রিদ ওপেন শিরোপার স্বাদ নিলেন পেত্রা কেভিতোভা। একপেশে ফাইনালে চেক তরুণী কেভিতোভা রুশ তারকা সভেতলানা কুজনেৎসোভার বিপক্ষে জয় পান দাপুটে ৬-১ ও ৬-২ গেমে। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের চতুর্থ সেরা খেলোয়াড় পেত্রা কেভিতোভা নিজের পাওয়ার টেনিসে মাদ্রিদ ফাইনালের প্রথম সেট জিততে সময় নেন মাত্র ২৫ মিনিট। কেভিতোভার জোরালো সার্ভিস ও রিটার্নের বিপক্ষে ২৯ বছরের কুজনেৎসোভার ভোগান্তি বাড়ছিল ইনজুরি নিয়ে। ফাইনালের দ্বিতীয় সেটে উড়–তে মোটা ব্যান্ডেজ নিয়ে খেলছিলেন দুই বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী কুজনেৎসোভা। ২৫ বছরের পেত্রা কেভিতোভা এবারের ফাইনালে পা রাখেন অসাধারণ টেনিস দেখিয়ে। সেমিফাইনালে কেভিতোভা হারান বিশ্বের একনম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে জয় পেতে কেভিতোভা সময় নিয়েছিলেন মাত্রই ৭৩ মিনিট। ফাইনালের আগে বড় অঘটন দেখান কুজনেৎসোভাও। শিরোপাধারী অপর রুশ তারকা মারিয়া শারাপোভা ৬-২ ও ৬-৪ গেমে উড়িয়ে ফাইনালে পার রাখেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৪ অপরাহ্ণ | মে ১০, ২০১৫