| বিকাল ৫:৩৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আজ চালু হচ্ছে বিনামূল্যে বিশেষ ইন্টারনেট সেবা

অন লাইন ডেস্ক | ১০  মে ২০১৫, রোববার,

: বাংলাদেশে আজ থেকে চালু হতে যাচ্ছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা। এতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।

ইন্টারনেট ডট ওআরজি থেকে একটি এ্যাপলিকেশন ব্যবহার করে, বাংলাদেশের একটি মোবাইল সেবা প্রদানকারী অপারেটরের গ্রাহকেরাই প্রাথমিকভাবে এটি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহন করেছে। প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারবেন একজন গ্রাহক। ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। আর সেই সঙ্গে প্রয়োজনীয় আরো কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ডট ওআরজি’তে ব্যবহারের উপযোগী করে তৈরি করার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সর্বশেষ আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | মে ১০, ২০১৫