| রাত ১০:২৯ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় ভূয়া ম্যাজিষ্ট্রেট ও ডিবিসহ ৪জন গ্রেফতার

 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি,
পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আল আমীন ফোর্সসহ অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে একজন ভূয়া ম্যাজিষ্ট্রেট, খালিদ (৪৫) ও ফজলুর রহমান (৪২) নামে দু’জন ভূয়া ডিবি পুলিশ ও তাদের বহনকারী গাড়ীর চালক নজরুল ইসলামকে (৩৮) গ্রেফতার এবং গাড়িটি আটক করেছেন।
শ্যামগঞ্জ পুলিশ তদনত্ম কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আল আমীন জানান, শনিবার বেলা ২ টার দিকে সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার কলারোয়া গ্রামের রফিকুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম নিজেকে ম্যাজিষ্ট্রেট এবং তার সঙ্গী ঢাকার মিরপুরের খন্দকার আঃ খালেকের পুত্র খালিদ ও যশোহর জেলাধীন ঝিকরগাছা উপজেলার পুনরন্দরপুর গ্রামের আঃ বারী বিশ্বাসের পুত্র ফজলুর রহমানকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পুর্বধলা উপজেলার হিরণপুর রেলষ্টেশনে ফুটপাথের হারবাল ঔষধের দোকানে গিয়ে নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করে টাকার জন্য চাপ দেয়। হাটবার হওয়ায় ঘটনাস’লে প্রচুর লোক জমে যাওয়ায় তারা গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় লোকজনের সন্দেহ হলে গাড়ীসহ তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস’লে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে সিরাজুল ইসলামের নামে ডি.এম এন্ড ইন্সপেক্টর ও খালিদের নামে ডি.এম এন্ড এসিস্টেন্ট ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির দু’টি পরিচয়পত্র পাওয়া গেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:২১ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫