| দুপুর ২:১৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

থাই জঙ্গল ১১৭ রোহিঙ্গা অভিবাসী উদ্ধার

 অনলাইন ডেস্ক |৯ মে ২০১৫, শনিবার:

বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের ১১৭ অভিবাসীকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোঙ্খলা প্রদেশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশী অভিবাসীর সংখ্যা ৯১ জন এবং মিয়ানমারের ২৬ জন। সন্দেহভাজন মানবপাচারকারী একটি চক্রের সদস্যরা তাদের থাইল্যান্ডে নিয়ে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ১১৭ অভিবাসীকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশের লেফটেন্যান্ট কর্নেল সোমকিয়াত ওস্তাফুন জানান, একটি পাহাড়ের ওপর থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা আঞ্চলিক মানব পাচার সঙ্কট সমাধানে প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া ও মিয়ানমারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগে সোঙ্খলা প্রদেশে পাচারকারীদের একটি শিবিরে গণকবরের সন্ধান পেয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ওই গণকবর থেকে ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ ও মিয়ানমার থেকে তাদের থাইল্যান্ডে পাচার করা হয়েছিল বলে আগেই এক বিবৃতিতে জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫