| রাত ১০:৪০ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

বইবই পড়ে জ্ঞান অর্জন করে রবীন্দ্রনাথকে খুজে পেতে হবে- রওশন এরশাদএমপি

 

এএইচএম মোতালেবঃ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন বইবইবই পড়ে জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্র নাথকে খুজে পেতে হবে। শুধুমাত্র ইন্টারনেট ফেইজবুক এ সময়দিয়ে জ্ঞান অর্জন করা যাবেনা। তিনি বই পড়ে জ্ঞান অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের এর ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস’াপনায় জেলা শিল্পকলা একাডেমী হলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ (এমপি), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৌহিত-উল- আলম, আলোচনা করেন ড: সুমিতা নাহা, প্রফেসর মুকাররম হোসাইন, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ। শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আরজু পারভেজ এর পরিচালনায় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকরা একাডেমীর শিল্পীবৃন্দ। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী সুমিতা নাহা, শেলী চন্দ, জয়িতা ফাহিমা, মানস তালুকদারের পরিচালনায় গীতিনৃত্য পরিবেশিত হয় শ্যামা। কবিতা আবৃত্তি করেন র”বিনা আজাদ,

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | মে ০৮, ২০১৫