| সকাল ৬:১৪ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৫ ও ২৬শে জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার | ৮ মে ২০১৫, শুক্রবার,

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। মেয়াদপূর্তির দুই বছর পর নতুন নেতৃত্ব বেছে নিতে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে সংগঠনটি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই হবে। নির্বাচন পরিচালনা, সম্মেলন প্রস্তুতি কমিটি, সাজসজ্জা কমিটি, উপ কমিটি ও সাব কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এসব কথা জানান। ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী ১০ই জুলাইয়ের মধ্যে সংগঠনের সব জেলা শাখাকে কাউন্সিলরদের তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আগামী ২৫ থেকে ৩০ মে ১৮টি জেলা শাখায় ছাত্রলীগের সম্মেলন হবে। ১১ জুন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন। ২০১১ সালের ১০ জুলাই ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে বদিউজ্জামান সোহাগ সংগঠনের সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এ কমিটির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আরও দুই বছর পর নতুন সম্মেলন হতে যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৫:০০ অপরাহ্ণ | মে ০৮, ২০১৫