| দুপুর ১:১৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

লোকসভাতেও সীমান্ত চুক্তি বিল পাশ ,

অনলাইন ডেস্ক| | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার,

কোনরকম বিরোধ ও তিক্ততা ছাড়াই রাজ্যসভার মতোই লোকসভাতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি কার্যকর সংক্রান্ত সংবিধান সংশোধন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। এর ফলে দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে চিহ্নিত হওয়ার পথে প্রায় সব বাধাই দুর হয়ে গিয়েছে। এখন ভারতের ৫০ শতাংশ রাজ্যের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্টের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই চুক্তি কার্যকর হবে। বৃহষ্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১১৯তম সংবিধান সংশোধন বিলটি লোকসভায় পেশ করেন। তিনি বিলটি সভায় পেশ করতে দীর্ঘ সময় লাগার কারণগুলি ব্যাখ্যা করেন। সেই সঙ্গে তিনি এই বিল আনার ক্ষেত্রে ভারতের পুর্ববর্তী মনমোহন সিংয়ের ভূমিকারও প্রশংসা করেন। এদিনের বিল নিয়ে আলোচনায় সকলেই এই বিলকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেন। দুই দেশের সম্পর্ক এর ফলে আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতের জাতীয় স্বার্থও রক্ষিত হবে বলে সদস্যরা মত প্রকাশ করেন। একই সঙ্গে কয়েকজন সদস্য বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অভিন্ন নদীগুলির পাণিবণ্টন সমস্যা সমাধানের পাশাপাশি ট্রানজিট, এনার্জি সহ সব ধরণের সহযোগিতার ক্ষেত্রে ভারতকে ভূমিকা রাখার আবেদন জানান। সভাতে অনেক সদস্যই ছিটমহলে যেভাবে দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তবে সংসদের দুই সভায় সংবিধান সংশোধনী বিলটি পাশ হওয়ার ফলে ছিটমহলের বাসিন্দা নাগরিকত্ব লাভ করবেন দীর্ঘ ৬৮ বছরের ব্যবধানে

সর্বশেষ আপডেটঃ ৯:৫৫ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫