| রাত ১১:০৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের নকলায় গাছের চাপায় শ্রমিক নিহত

 

শেরপুর সংবাদদাতা:
শেরপুরের নকলা উপজেলা সদরের উত্তর বাজার এলাকায় গাছের ডালের চাপায় মো. আব্দুল ওয়াহাব (৬৫) নামে এক নলকূপ শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত ফাজিল উদ্দিনের ছেলে। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স’ানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে নলকূপ শ্রমিক আব্দুল ওয়াহাব নকলা থানা সংলগ্ন উত্তর বাজার এলাকায় একটি পুরনো বকুল গাছের নিচ দিয়ে রাসত্মা পার হচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে ওই গাছের একটি বড় ডাল তাঁর মাথার উপর ভেঙ্গে পড়ে। এতে তিনি গুরম্নতর আহত হন। এলাকাবাসী আশংকাজনক অবস’ায় তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস’্য কমপেস্নক্সে ভর্তি করেন। পরে বেলা দুইটার দিকে তিনি মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫