| রাত ১১:৩৯ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভক্তদের সঙ্গে অাড্ডা দেবেন পরমব্রত

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:

ঢালিউডে চলছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’-এর কাজ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে কাজ করছেন টলিউডের জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টপাধ্যায়। তাই ওপার বাংলার মতো এখানেও তৈরি করা হয়েছে পরমব্রত ফ্যানস ক্লাব (পিএফসি)। এর নাম ‘পরমব্রত ফ্যানস ক্লাব (বাংলাদেশ)’। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এটির উদ্বোধন করবেন পরমব্রত। বিষয়টি নিশ্চিত করেছেন পিএফসি’র সভাপতি দেবদূত সরকার।

তিনি বলেন, ‘ভারতের মতোই বাংলাদেশে পরমব্রত চট্টপাধ্যায় জনপ্রিয়। তাই তার ভক্তদের জন্য বিশেষ এ ক্লাবটি তৈরি করা। যেখানে এ প্রিয় অভিনেতা সম্পর্কে জানানো ও সময় কাটানোর মতো কিছু ব্যবস্থা করা হয়েছে।’

ক্লাবটির উদ্বোধনীতে অারও থাকবেন অনিমেষ অাইচ, অভিনেত্রী ভাবনাসহ অনেকে।

এদিকে ৮ মে ওপার বাংলায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘কাদম্বরী’। সুমন ঘোষ পরিচালিত এই ছবির প্রিমিয়ার শোয়ে অংশগ্রহণের জন্য এদিন সকালে কলকাতা যাবেন তিনি। এ কারণে তিনদিনের বিরতিতে পড়েছে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি।

সর্বশেষ আপডেটঃ ৬:১৯ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫