ভূমিকম্পের পর কাঠমাণ্ডুর উচ্চতা ৮০ সে.মি. বৃদ্ধি

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:
গত ২৫শে এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, তাতে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর মানচিত্রে অবস্থানগত সামান্য পরিবর্তন এসেছে। ওই ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় ১৫০ পরাঘাত (আফটার শক) আঘাত হেনেছে দেশটিতে। গতকাল দেশটির জরিপ বিভাগ জানায়, ভূমিকম্পের পর কাঠমাণ্ডু উপত্যকার উচ্চতা বেড়েছে ৮০ সেন্টিমিটার। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। ভূমিকম্পের আগে সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে কাঠমা-ু উপত্যকার উচ্চতা ছিল ১,৩৩৮ মিটার, সেখানে এখন ওই উপত্যকার উচ্চতা ১,৩৩৮ দশমিক ৮০ মিটর। যার অর্থ, উচ্চতা ৮০ সে.মি. বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতায় (৮,৮৪৮ মিটার) কোন পরিবর্তন এসেছে কিনা, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ভূমিকম্পের ৪ দিন পর ২৪ ঘণ্টার একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) জরিপ চালায় জরিপ বিভাগ। এ তথ্য দিয়েছেন জরিপ বিভাগের মধুসূদন অধিকারী। এদিকে নেপালে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৬৫২ জনে। আহতের সংখ্যা ১৬,৩৯০ জন। ২ লাখ ৭৯ হাজার ২৩৪টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ লাখ ৩৭ হাজার ৬৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।