পাকুন্দিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শনে এমপি

সাখাওয়াত হোসেন হৃদয়
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি। (আজ) বৃহস্পতিবার সকালে পৌরসদর বাজারের হাজী নিজাম উদ্দিন মার্কেট পরিদর্শন করেন তিনি।
এসময় আরও উপসি’ত ছিলেন ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান, ওসি হাসান আল মামুন, বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি এরফান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাদা মারুফ প্রমুখ।
পরিদর্শনে এমপি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, বুধবার ভোর রাতে পৌরসদর বাজারের হাজী নিজাম উদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।