| সকাল ৯:৩৭ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলকাতায় ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ফেরদৌস

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:

প্রায় দেড় দশক ধরে কলকাতার চলচ্চিত্রে সম্পৃক্ত বাংলাদেশের নায়ক ফেরদৌস। তার স্বীকৃতি স্বরূপ কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’ পাচ্ছেন তিনি। এটির আয়োজক ‘টেলি-সিনে সোসাইটি’।

বিষয়টি নিশ্চিত করে সোসাইটির সভাপতি শুভাশীষ মুখার্জী ও জেনারেল সেক্রেটারি মুন্ময় কাঞ্জিলাল জানান, বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতিতে বিগত পনের বছরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফেরদৌসকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

ফেরদৌস বলেন, ”দীর্ঘদিন ধরে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করলেও এটি আমার প্রথম পুরস্কার। তাই খুব ভালো লাগছে। কৃতজ্ঞতা জানাই ‘টেলি-সিনে সোসাইটি’র প্রতি আমাকে এমন সম্মাননার তালিকায় রাখার জন্য।”

১৪তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় এ পুরস্কার অনুষ্ঠান। জানা গেছে, পুরস্কারটি গ্রহণ করতে আগামী রবিবার কলকাতা যাবেন ফেরদৌস।

সর্বশেষ আপডেটঃ ৪:৪১ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫