ঝিনাইগাতী এডিপির গ্লোবাল উইক অব অ্যাকশন ২০১৫ উদযাপনে বর্ণাঢ্য সাইকেল র্যালী

হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী (শেরপুর) ঃ
৬ মে গ্লোবাল উইক অব অ্যাকশন ২০১৫ উদযাপনের দ্বিতীয় দিনে শেরপুরের ঝিনাইগাতী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার শালচুড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালীর আয়োজন করা হয়। র্যালীর শুরম্নতে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা উপসি’ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন “আমরা সকলে মিলে ঝিনাইগাতী তথা সারাবিশ্বের শিশু এবং মাতৃ মৃত্যু হার শুন্যের কোঠায় নামাতে একযোগে কাজ করে যাব”। আলোচনা শেষে তিনি র্যালীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপসি’ত ছিলেন এডিপি ম্যানেজার পরিতোষ রেমা, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ঝিনাইগাতী থানার এসআই মামুন এবং ঝিনাইগাতী এডিপির কর্মকর্তাবৃন্দ ও শালচুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। র্যালীটি শালচুড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরম্ন করে উপজেলা পরিষদ, ঝিনাইগাতী বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে শালচুড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। দিনের দ্বিতীয়ার্ধে ঝিনাইগাতী এডিপির সভাকক্ষে সরকারী কর্মকর্তা, ছাত্র ছাত্রী ও সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম মিয়া ও ঝিনাইগাতী প্রেসক্লাবের আহবায়ক হারম্নন অর রশিদ দুদু। উক্ত অনুষ্ঠানে এডিপির কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এডিপি ম্যানেজার পরিতোষ রেমা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অতিথিদের কাছে শিশু স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্ন উপস’াপন করে। যা পরে অতিথিগণ তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন।