| সকাল ১০:০৭ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

ফুলবাড়ীয়া ওয়ার্ল্ড ভিশন এডিপি’র প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ফুলবাড়ীয়া ব্যুরো : “কিছুতেই থামবো না” মূল প্রতিপাদ্যের আলোকে আজ বুধবার ৪.৪০মিনিটে ফুলবাড়ীয়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে গ্লোবাইল উইক অব এ্যাকশন ক্যাম্পেইন এর আওতায় ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয় বনাম ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২-০ গোলে আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা রম্ননা, এডিপি ম্যানেজার ইউনুস সাংমা প্রমুখ উপসি’ত ছিলেন।
৭০মিনিটের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ ও আলম এশিয়া পরিবহণ (প্রা:) লি: এর চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক শাহজাহান। রেফারীর দায়িত্ব পালন করেন ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিদারম্নল ইসলাম বাদশা সহকারী ছিলেন নজরম্নল ইসলাম মাস্টার।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৬ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫