| সন্ধ্যা ৭:৪৬ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হত্যা ও নাশকতার মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

অনলাইন ডেস্ক| ৬ মে ২০১৫, বুধবার,

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বিকালে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বশীর উদ্দিন আহমেদ আদালতে এই চার্জশিট জমা দেন। চার্জশিটে বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপির শীর্ষ অন্তত ৩৮ নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের  ভারপ্রাপ্ত উপকমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম সরকার জানান, অন্যান্য আসামির মতো তদন্তে খালেদা জিয়ার বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিটে তার নামও রয়েছে।
গত ২৩শে জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় অন্তত ৩০ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইনসহ যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়। ওই মামলায় ২০ দলীয় জোটের আরও ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১০ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫