| সকাল ৭:৫৭ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুর বাজারে দোকানে চুরি : চোরকে ধরতে গিয়ে আহত ১

 

বাজিতপুর সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরস্থ বাজিতপুর বাজারের দুর্জয় তোরণমোড় সংলগ্ন পূর্ব পাশের কলেজ রোডের ‘তামিম টেলিকম’ নামক মোবাইলের দোকানে  বুধবার (৬ মে) ভোর রাতে টিনের চাল কেটে সিলিং ভেঙ্গে ৪/৫ শটি মোবাইল বেটারী, ১৫/২০টি মোবাইল সেট, ৫/৬ শটি মোবাইলের ডিসপ্লে, টাচ মোবাইলের চার্জার, কম্পিউটারসহ অনত্মত ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চুরের দল। দোকান মালিক তোফাজ্জল হোসেন জানান- বাজারের যথেষ্ঠ পরিমাণ পাহাড়াদার না থাকার কারণে বাজারে গত কয়েক বছর ধরে বিভিন্ন দোকানে চুরি হ”েছ। তিনি আরও বলেন- বাজার কমিটির পক্ষ থেকে এ পর্যনত্ম কোন আশার বাণী পাননি বলে দুঃখ্য প্রকাশ করেন। বাজিতপুর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি-সেক্রেটারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাজিতপুর থানার তদনত্ম পরিদর্শক মোঃ মোসত্মাফিজুর রহমান আজ বুধবার বিকালে জানান- উক্ত দোকানে চুরির ঘটনার খবর পেয়ে থানা হতে পুলিশ পাঠানো হয়েছে। অন্য দিকে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে টিএন্ডটি রোডের একটি দোকানে চোরের দল তালা ভাংতে গেলে এক যুবক টের পেয়ে চোরকে ধাওয়া করতে গিয়ে নিজেই আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যনত্ম তামিম টেলিকমের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৫:৫২ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫