| দুপুর ১২:৫৫ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অষ্টগ্রামে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি,
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শরীরে কেরোসিন ঢেলে তাতে আগুন ধরিয়ে চন্দনা দেবনাথ (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে গৃহবধূর শ্বাসনালীসহ শরীরের অন্তত ৫০ ভাগ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস’ায় দগ্ধ চন্দনা দেবনাথকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চন্দনা দেবনাথ উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ওসমানপুর গ্রামের রথিন্দ্র দেবনাথের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
এলাকাবাসী জানায়, গৃহবধূ চন্দনা দেবনাথ কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন।  বুধবার সকাল ১০টার দিকে ওসমানপুর গ্রামের নিজ বাড়িতে চন্দনা দেবনাথ নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তার আর্তচিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আগুন নেভায় এবং দ্রম্নত অষ্টগ্রাম উপজেলা স্বাস’্য কমপেস্নক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুটন চন্দ্র বণিক জানান, আগুনে গৃহবধূর মুখ-চোখ, শ্বাসনালী, বুক-পিঠ ও পেটসহ শরীরের অন্তত ৫০ ভাগ পুড়ে গেছে বলে। তার অবস’া আশঙ্কাজনক হওয়ায় জরম্নরীভিত্তিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৯ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫