| দুপুর ১:৩২ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে ইজিবাইক নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারী গ্রেফতার

 

আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চালককে হাত-পা বেঁধে রাসত্মার পাশে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দীপ্ত বসাক নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় সীমানত্ম ও মৃদুল নামের অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। সোমবার রাতে তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে উপজেলার তালজাঙ্গা বাজারের কাছে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত দীপ্ত বসাক কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মদন বসাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা হাসপাতালের সামনে থেকে ৩৫০টাকা ভাড়ায় জেলার হোসেনপুরের চরপুমদি গ্রামের ইজিবাইক চালক জসিম উদ্দিনের ইজিবাইক নিয়ে তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে আসার কথা বলে রওনা দেয় যাত্রীবেশী তিন ছিনতাইকারী। রাত ৯টার দিকে তালজাঙ্গা বাজারের কাছাকাছি পৌছলে নির্জনস’ানে চালক জসিম উদ্দিনকে হাত-পা বেঁধে রাসত্মার পাশে ফেলে দিয়ে ওই তিন ছিনতাইকারী ইজিবাইকটি নিয়ে কিশোরগঞ্জের দিকে যেতে থাকে। এ সময় তার চিৎকার শুনে তাড়াইল থানার ওসি’র নের্তৃত্বে রাসত্মায় ঢহলে থাকা পুলিশের একটি দল ইজিবাইটির পিছু নিয়ে নীলগঞ্জ বাজারের কাছে ছিনতাইকারী দীপ্তসহ ইজিবাইটি আটক করে। তবে অপর দুই ছিনতাইকারী সীমানত্ম ও মৃদুল দৌড়ে পালিয়ে যায়।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালাম মিয়া বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত দীপ্তসহ অন্যরা আনত্মঃজেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্য। তাকে কোর্টে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৪ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫