| রাত ১১:২৩ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যানের জামিন লাভ

 

ফুলবাড়ীয়া ব্যুরো : গাড়ি ভাংচুর ও বিস্ফোরক আইনের মামলায় ফুলবাড়ীয়া বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান ১ সপ্তাহ কারাবাসের পর  সোমবার আদালত থেকে জামিন নিয়ে কারগার থেকে বের হয়ে আসেন।
সোমবার ময়মনসিংহের চতুর্থ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে উপজেলা চেয়ারম্যানের পক্ষে তার আইনজীবি এডভোকেট এ,এইচ,এম খালেক, এডভোকেট এম, এ গফুর, এডভোকেট ফজলুল হক, এডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট বিশ্বনাথ পালসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবি জামিন আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক জহিরম্নল কবির জামিন আবেদন মুঞ্জুর করেন।
গত সোমবার গাড়ি ভাংচুর ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমানকে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | মে ০৪, ২০১৫