ইটনায় ট্রলি চাপা পড়ে স্কুলশিশু নিহত

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ধানের ট্রলির নিচে চাপা পড়ে রাজা মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার থানেশ্বর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রাজা মিয়া গ্রামের সোহরাব ভূঁইয়ার পুত্র এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালে হাওর থেকে ইঞ্জিনচালিত খালি ট্রলি নিয়ে ট্রলিচালক রনি মিয়া বাড়ি ফেরার সময় প্রতিবেশি সোহরাব ভূঁইয়া তার পুত্র রাজা মিয়াকে বাড়ি পৌঁছে দেয়ার জন্য ট্রলিতে তুলে দেন। ট্রলিটি বাড়ির কাছাকাছি পৌঁছলে রাজা মিয়া লাফ দিয়ে নামতে গিয়ে চলন্ত ট্রলির চাকার নীচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।