মুক্তাগাছায় হা-ডু-ডু খেলায় পাড়াটুঙ্গী চ্যাম্পিয়ন: পুরস্কার ষাঁড় ও খাসি

সিরাজুল হক,মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া উইনার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত শনিবার বিকেলে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য হা-ডু-ডু খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পৌরসভার পাড়াটুঙ্গী একাদশ ডৌয়াখোলা তরিকত স্টীল একাদশকে ২-০ পার্টিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ৬৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু এবং রানার আপ দলকে ১৭ হাজার টাকা মূল্যের একটি খাসি প্রদান করা হয়েছে। মরহুম আব্দুল হামিদ নায়েব ও মরহুম আব্দুল জব্বার মেম্বারের স্মরণে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে মুক্তাগাছা শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এলাকার প্রবীণ ব্যক্তি আজগর আলী মেম্বারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কাজী আলমগীর হোসেন,জোয়াদ আলী মন্ডল, মুশফিকুর রহমান মশিউর, তাইজুল ইসলাম স্বপন, সাজ্জাদ হোসেন সুমন, আব্দুল হালিম,মোঃ শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। ঐতিহ্যবাহী এ খেলায় হায়ারে আসা রাজশাহী,কুষ্টিয়াসহ দেশের স্বনামধন্য খেলোয়াররা অংশ নেন। কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।