| রাত ৩:১৬ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শাহ আলম উজ্জ্বলঃ   ময়মনসিংহ শহরের পার্শ্বের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে আজ শনিবার সকালে এক কাচাঁমাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান গতকাল শুক্রবার বিকালে তিন ব্যবসায়ী শহরের বুড়া পীর মাজারের বিপরীত দিক দিয়ে পায়ে হেটে পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় মাঝ নদে কাচাঁমাল ব্যবসায়ী মোজাম্মেল হক (৩০) ডুবে যায় এবং অপর দুই ব্যবসাী সাতাঁর কেটে তীরে উঠলেও অনেক খোজাখুজির পরও মোজাম্মেল হককে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল আজ শনিবার সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদের মাঝ থেকে ব্যবসায়ী মোজাম্মেল হকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, ব্যবসায়ী মোজাম্মেল হকের বাড়ি সদর উপজেলার চর ভবানীপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০:৪১ অপরাহ্ণ | মে ০২, ২০১৫