ড্র হলো প্রথম টেস্ট

অনলাইন ডেস্ক | ২ মে ২০১৫, শনিবার:
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজের প্রথম টেস্টটি ড্র হলো। পাকিস্তানের বিপক্ষে এর আগের ৭ টেস্টেই বাংলাদেশ হারে। এই প্রথম টাইগাররা ড্র’র স্বাদ পেলো। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩২ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউট হয়। ২৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুর্দান্ত করেছে। টেস্টে আজকের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশ ৬ উইকেটে ৫৫৫ রান তোলার পর দুই দল ড্র মেনে নেয়। দিনের ১৬ ওভার খেলা তখনও বাকি ছিল। সাকিব আল হাসান ৭৬ ও শুভাগত হোম ২০ রানে অপরাজিত ছিলেন।এর আগে তামিম ইকবাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ২০৬ ও ইমরুল কায়েস ১৫০ রানে আউট হন। আর মাহমুদুল্লাহ ৪০ ও সৌম্য সরকার ৩৩ রান করেন।