| রাত ১০:২১ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় – ড. গওহর রিজভী

 অন লাইন ডেস্ক , ১ মে শুক্রবার,  নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বিদেশিদের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর  পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। শুক্রবার (০১ মে) দুপুরে ময়মনসিংহের নান্দাইলে চন্ডী পাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  এর আগে চন্ডিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
গওহর রিজভী বলেন, বিদেশিদের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিন সিটি করপোরেশন নির্বাচনে দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে। সরকার নির্বাচন পরিচালনা করেনি, করেছে নির্বাচন কমিশন। যদি নির্বাচনে কোনো ক্রটি হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনই তদন্ত করে ব্যবস্থা নেবে।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সন্দীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | মে ০১, ২০১৫