তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫৩৭/৫
অন লাইন ডেস্ক,৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার:
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে প্রবল চাপে বাংলাদেশ। মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৩৭ রানে আজতের তৃতীয় দিন শেষ করেছে। সরফরাজ আহমেদ ও আসাদ শফিক দু’জনই ৫১ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে সফরকারীরা এখন পর্যন্ত ২০৫ রানে এগিয়ে।
পাকিস্তান ১ উইকেটে ২২৭ রানে গতকালের দ্বিতীয় দিন শেষ করে। আগের দিন ১৩৭ রানে অপরাজিত পাকিস্তানী ওপেনার মোহাম্মদ হাফিজ আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২২৪ রানে আউট হন। এছাড়া আজহার আলী ৮৩ ও অধিনায়ক মিসবাহ-উল-হক ৫৯ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও আজহাল আলী ২২৭ রানে জুটি গড়েন। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ১১৬ রানে ৩ ও শুভাগত হোম ১১২ রানে ২ উইকেট নিয়েছেন।