| দুপুর ১২:২৯ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে মুক্তা হত্যা মামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-২

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ-কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের রাজ্জাকুন্নেচ্ছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ডুবা হতে ৮ টুকরা  আমিনী উরফে জামেনা উরফে মুক্তা (২৫) এর হত্যার মূল পরিকল্পনাকারী কুখ্যাত ফুদুর আলীর দ্বিতীয় স্ত্রী অঞ্জনা উরফে অন্যাস (৩০) কে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দড়িঘাগটিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মামলার তদনত্মকারী উপপরিদর্শক গোলাম কিবরিয়া। পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে ফুদুর আলীর দ্বিতীয় স্ত্রী অঞ্জনা উরফে অন্যাস (৩০) ও জমসেদ মিয়া ছেলে চঞ্জল মিয়া (২৫) কে গ্রেপ্তার করারপর আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে চালান দিয়েছে। পুলিশের জবানবন্দীতে অঞ্জনা উরফে অন্যাস ও চঞ্জল মিয়া এ হত্যাকান্ডের লোমহর্ষক ঘটনার কথা স্বীকার করেন। পুলিশ অঞ্জনা উরফে অন্যাস তার সতীন জামেনা উরফে মুক্তা কে হত্যার কথা স্বীকার করার পর পুলিশ ১৬৪ধারায় আবেদনের মাধ্যমে কোর্টে প্রেরণ করলে ও তারা বিচারকের নিকট অস্বীকার করেন। বাজিতপুর থানার উপ পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, গত কয়েক বছর আগে হালিম পুর ইউনিয়নের পিতা মৃত পারশু মিয়া মেয়ে জামেনা উরফে মুক্তা কে ফুদুর আলী বিয়ে করেন। তিনি বলেন তার মা ও ভাইগণ প্রথমে তার বোন বা মেয়ে বলে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেনেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫