| বিকাল ৩:৪৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হাফিজের ডবল সেঞ্চুরিতে বড় সংগ্রহ পাকিস্তানের

অন লাইন ডেস্ক,৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার:

খুলনা টেস্টের তৃতীয় দিনে ডবল সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের ওপেনার মো. হাফিজ। তার দ্বিশতকে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। আগের দিনের ২২৭ রান নিয়ে আজ সকালে ব্যাট করতে নামে অপরাজিত ব্যাটসম্যান মো. হাফিজ ও আজহার আলী। প্রথমে ৮৩ রান আজহার আলীকে ফেরান বাংলাদেশের স্পিনার শুভাগত হোম। এরপর ইউনূস খানকে সাজঘরের পথ দেখান আরেক স্পিনার তাইজুল। হাফিজের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক মিসবাহ-উল হক। এরপর ডবল সেঞ্চুরি পূর্ণ করেন হাফিজ। তিন উইকেট হারিয়ে পাকিস্তানের  সংগ্রহ ৩৬২ রান। ইতিমধ্যে ৩০ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা।  হাফিজ ২০০ ও মিসবাহ ১৬ রানে অপরাজিত আছেন।

সর্বশেষ আপডেটঃ ২:৩৪ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫