| রাত ৮:৫০ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

ফুলবাড়ীয়ায় উপনির্বাচনে বিজয়ী ২ ইউপি সদস্যের শপথ গ্রহণ

ফুলবাড়ীয়া ব্যুরো ঃ

আজ বুধবার ইউএনও’র অফিস কক্ষে বিকেল ৪.৫০ মিনিটে উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও এনায়েতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে বিজয়ী ২ ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। শপথ গ্রহনকারী ইউপি সদস্যরা হলেন আছিম পাটুলী ইউনিয়নের নির্বাচিত ৩নং ওয়ার্ডের খোকন মিয়া এবং এনায়েতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২ সদস্যের মৃত্যুজনিত কারণে দুই ইউনিয়নের ওয়ার্ড ২টি শুন্য হওয়ায় চলতি বছরের ১৮মার্চ এ দু’টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৯মার্চ নির্বাচিতদের গেজেট প্রকাশ হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:১৬ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫